দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজারের টেকনাফে দুটি দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি কামাল নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ কামাল বাহিনীর প্রধান বলে দাবি করেছে এপিবিএন।

গ্রেফতারকৃত কামাল নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকে অভিযান চালায় এপিবিএন। ঐ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ কামাল বাহিনীর প্রধান কামাল। পরে ধাওয়া করে দুটি দেশীয় রামদাসহ তাকে গ্রেফতার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী কামাল একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে মাদক বেচাকেনা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।