নিউইয়র্কে জুমার নামাজে মোটরবাইক হামলা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। ২৮ আগস্ট জুমার নামাজ চলাকালীন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করেছে।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার বেলা ১টার দিকে জুমার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় এবং করোনাভাইরাসজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মসুল্লিরা ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন।

বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লিদের কবল থেকে পুলিশ কৃষ্ণাঙ্গ যুবকটিকে তাদের হেফাজতে নেন। হামলাকারী যুবকের নাম-পরিচয় জানা যায়নি। আহত মুসল্লিরা চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।