ধলাই ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীর বিভিন্ন এলাকায় ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড ও এক লক্ষ ৫ হাজার মিটার ক্যারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোর ৫ থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ অভিযানে সহযোগিতা করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বেলাল (৫২), ফুলচান (৫০), ইলিয়াস (৪৫), মনিরুল (২২), আলামিন (২৫), সাইফুল (৪০), রবি আলম (২৫), বেলকুচি উপজেলার হানিফ (৩৭), শাহাদাত (৩১), আবুল কালাম (৩৫), মজনু (৫০), শাহালম (৪২), শাহ আলম (৩৬), সোনা মিয়া (২৪), আশরাফ (৫৫), সুরুজ্জামান (৩৫), ফটিক (৩২), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার খাদেম (৩৫), টাংগাইল সদর উপজেলার শাহ আলম (৪০), হাছেন (২২) ও হোসেন (৩৩)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, সোমবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২১ জনকে আটক, এক লাখ ৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। পরবর্তীতে আসামিদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।