কমলগঞ্জ প্রতিনিধি: গত ১৬নভেম্বর ২০২২ইং সংযুক্ত আরব আমিরাতে থাকা আনজুমানে আল-আল ইসলাহ নাম ব্যহারকারী ফেঞ্চুগঞ্জ থানার মানিকোনা বন্দরপাড়া এলাকার বোরহান উদ্দিন ওরফে আব্দুর রহিম চান মিয়া, হবিগঞ্জ জেলার জাহাঙ্গীর চৌধুরী মামুন, বড়লেখা উপজেলার জিল্লুর রহমান, এবং কুলাউড়া বরমচাল ইউনিয়নের ইবরাহীম আলী সিদ্দিকি সিপুর মনগড়া পাতানো ভিত্তিহীন অভিযোগে “স্বদেশ মেইল অনলাইন নিউজ পোর্টালে ”আমাকে জড়িয়ে ( এস এ শরিফ উদ্দিন, দুবাইয়ে থাকা আমার ব্যবসা প্রতিষ্টান মডার্ন ট্রাভেল এল,এল,সি এর নামে) এবং মোঃ জাকির হোসেন এর নাম উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে উল্লেখ যে,উল্লেখিত ব্যক্তিরা সম্প্রতি দুবাইয়ে গজল সন্ধ্যার আয়োজন করেছিল। গজল সন্ধ্যায় অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ থেকে আগত ইসলামিক শিল্পী কবি মোজাহিদুল ইসলাম বুলবুল।উক্ত অনুষ্ঠান দেখতে গিয়েছিল আমার ভাগনা তখন উক্ত অনুষ্টান থেকে দুবাই পুলিশ আমার ভাগনা সহ উপস্থিত সকলকে আটক করলে তাকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর জন্য আমি(শরিফ) দ্রুত ঘটনা¯’ স্থলে যাই। আমার উপস্থিত থাকাকালীন সময়ে দুবাই পুলিশ গজল সন্ধ্যায় উপস্থিত থাকা বোরহান উদ্দিন ওরফে আব্দুর রহিম চাঁন মিয়াকে পুলিশ মারপিট করে এবং সেখানে জড়িত থাকা সবাইকে আটক করে দুবাই থানায় নিয়ে যায়।এই ঘটনার কারনে অনুষ্টানের আয়োজকরা আমাকে সন্দেহ করে। এই সন্দেহে অনুষ্টানের সাথে সংশ্লিষ্টরা আমাকে ব্যবসায়িকভাবে সমাজে মানহানি করার জন্য সু-পরিকল্পিত ভাবে আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন আভিযোগ উত্থাপন করে (আমাকে আনজুমানে আল ইসলাহ সংগঠনের নামে বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করার অভিযোগে বহিস্কার করা হয়) উল্লেখ করে “স্বদেশ মেইল অনলাইন নিউজ পোর্টলে” সংবাদ প্রকাশ করে। অথচ আমি কোন দিনই আনজুমানে আল ইসলাহ সংগঠনের সাথে জড়িত ছিলাম না, এই সংগঠনের নূন্যতম সদস্য পর্যন্ত হই নাই। তাই সংগঠনের নামে চাঁদা আদায় করার কোন প্রশ্নই উঠেনা। তাই আমি স্বদেশ মেইল অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।