বাংলাদেশে পৌঁছাল ভারতের দেয়া উপহার

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভারতের গেদে রেলস্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায় ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন।

নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন দেশে আসায় বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনের ঘাটতি কিছুটা পূরণ হবে। ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন প্রথমে নেয়া হবে বাংলাদেশের পার্বতীপুর ও ঈশ্বরদী রেলওয়ে জংশনে।

সোমবার ভারতীয় সময় সকাল ১০টার দিকে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে রেলস্টেশনে এসে পৌঁছায়। এরপর গেদে কাস্টম ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে রেল ইঞ্জিনগুলো। জয়নগর সীমান্ত পার হয়ে ইঞ্জিনগুলো বিকেল সোয়া ৪টার দিকে বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায়। ব্রডগেজ রেল ইঞ্জিনগুলো ফুল দিয়ে সাজানো ছিল। ইঞ্জিনগুলো দর্শনা পৌঁছলে চালকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর, রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, রাজশাহী পশ্চিম রেলওয়ে জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গ্রহ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও রাজশাহী পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান।