ধলাই ডেস্ক: কমলগঞ্জের সাবেক কৃতী ফুটবলার মিজানুর রহমান বাবু (৪৪) রোববার (২১ নভেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স হাসপাতালে মারা গেছেন । বিকেল সাড়ে ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। শোকে বিহ্বল স্বজনরা নিচ্ছেন লাশ দাফনের প্রস্তুতি। এমন অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে রাজিয়া ইসলাম নিছা নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে সে বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নেয়। রোববার কমলগঞ্জের পতনঊষার এলাকায় এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থী নিছা কমলগঞ্জের পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সে উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। বাবার মৃত্যুতে ভেঙে পড়া পরীক্ষার্থী নিছা স্বজন, সহপাঠী ও শিক্ষকদের উৎসাহে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যায়।
লিছার স্বজনরা জানান, রোববার সকালে নিজ বিদ্যালয়ের শিক্ষক আর সহপাঠীদেরর সহযোগিতায় চোখের পানি মুছতে মুছতে সে কেন্দ্রে যায়। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ভূগল ও পরিবেশ পরীক্ষায় অংশ নেয়।
পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ বলেন, পরীক্ষার্থী নিছার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালেই লিছার বাড়িতে ছুটে যাই। পরে তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাই।
আলাপকালে পরীক্ষা কেন্দ্রের সচিব কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে। পরীক্ষা চলাকালীন আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর রাখি।