বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে ক্রিকেটাররা

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

ধলাই ডেস্ক: বিসিবিকে না জানিয়ে মোবাইল সেবাদাতা কোম্পানি গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এ নিয়ে সাকিবের ওর বেজায় নাখোশ ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এবং ভারত সফর সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে। কিন্তু সাকিবকে এখনো মাঠে দেখা যায়নি।

এসবের ভেতর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে ইঙ্গিত দিয়েছেন, ভারত সফর মিস করতে পারেন সাকিব। তামিম ইকবাল ইতোমধ্যেই ব্যক্তিগত কারণে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এবার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও যদি না খেলেন তবে সেটি নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য খারাপ ফল বয়ে আনবে। এসব কারণে এখন চিন্তিত বোর্ড। তাই বোর্ডের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা মাহবুব আনাম এবং জালাল ইউনুস বিকেল নাগাদ পৌঁছে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে।

বিসিবি কর্মকর্তারা বোর্ডে আসার পরপরই সভাপতি নাজমুল হাসান পাপনও এসে পৌঁছান বিকেল ৫টা নাগাদ। এসেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকার আগে তিনি ডেকে নেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের কয়েকজনকে।

সন্ধ্যা ৬টায় ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়ার কথা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। লাল দল আর সবুজ দলের মধ্যে ভাগ হয়ে এই ম্যাচটি খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই ম্যাচ শুরুর এক ঘণ্টারও কম সময় আগে ক্রিকেটারদের নিজের কাছে ডেকে নিলেন বিসিবি সভাপতি।

ধারণা করা হচ্ছে, এরপরই হয়তো সাকিবের বিষয়ে বৈঠক করবেন বিসিবি কর্মকর্তারা।