ভূমিকম্প: ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুটিকে দত্তক নিতে হাজারো আবেদন

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপেই জন্ম নেওয়া শিশু আয়াকে দত্তক নিতে হাজার হাজার আবেদন জমা পড়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আলেপ্পোর জিনদায়ার্স শহরে ধ্বংসস্তূপে জন্ম তার। শিশুটি তার বাবা, মাসহ তিন ভাইবোনকে হারিয়েছে। তবে তাকে নিতে এখন আবেদনের হিড়িক পড়ে গেছে।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির নাম রাখা হয়েছে আয়া। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার দেখাশোনা করা শিশুরোগ বিশেষজ্ঞ হানিফ মারুফ জানিয়েছেন, ‘সোমবার তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

আয়াকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি শিশুকে নিয়ে দৌড়াচ্ছেন একজন উদ্ধারকর্মী।

 

 

সামাজিক মাধ্যমেও শিশু আয়াকে দত্তক নেওয়ার জন্য বহু মানুষ আবেদন করেছেন। একজন লিখেছেন, আমি তাকে দত্তক নিতে চাই এবং তাকে একটি সুন্দর জীবন দিতে চাই’।

কুয়েতের একজন টেলিভিশন উপস্থাপক বলেন, ‘আমি তাকে দত্তক নেওয়ার জন্য প্রস্তুত, যদি বৈধভাবে আমাকে দেওয়া হয়।’

 

সূত্র: বিবিসি