মহানবীকে নিয়ে কটুক্তি করায় কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

শাহাব উদ্দিন, কমলগঞ্জ সংবাদদাতা: ভারত সরকারের মূখ্যপাত্র নুপুর শার্মা ও নবীন কুমার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটূক্তিকর বক্তব্য দেবার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলার সম্মিলিত তাওহীদি জনতা ইসলামপুর, শ্রীপুরের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।

শনিবার (১১ জুন) বাদ জোহর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ইসলামপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আদমপুর বাজার চৌমুহনীতে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সৈয়দ আকরাম এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামিক আন্দোলন কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নোমান আহমেদ, জালাল শাহ (রাঃ) মাদ্রাসার প্রিন্সিপাল জয়নাল আবেদীন।

শ্রীপুর জামে মসজিদ খতীব ক্বারী মাহমুদ আলীর মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।