মোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাস খাদে, প্রাণ গেল তিনজনের

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে দুই বাসযাত্রী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের সদর উপজেলার রায়েরগঞ্জের মো.  আব্দুল্লাহ, মো. আলামিন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার  আশরাফুল ইসলাম।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী দিগন্ত পরিবহনের একটি বাস ইসলামপুর ফাঁড়ির সামনে  ইউটার্ন করলে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি হয়। ওই সময় মোটরসাইকলের আরোহীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন একজন মোটরসাইকেল আরোহী ও দুইজন বাসযাত্রী নিহত হন।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান জানান, বাসে ১২ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১০ জনই আহত হয়েছেন। তাদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।