মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্টিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারকে আরও সুন্দর করতে হলে নতুনত্ব ও সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে নিতে হবে। আর এজন্য সব মহলের সহযোগিতা প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা বাসসের জেলা সংবাদদাতা ডা: ছাদিক আহমদ, ফোরামের সভাপতি বকশী ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এড: নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার ইমজার সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল, সিনিয়র সহ-সভাপতি এড: স্বপন কুমার দেব, সাধারন সম্পাদক মশাহিদ আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড: মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক মাহমুদুর রহমান, বেলাল তালুকদার প্রমুখ।
এ সময় জেলা সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলা সদর হাসপাতালে অবিলম্বে করেনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন, মৌলভীবাজার-শমশেরনগর রাস্তার দুরাবস্থা, শমশেরনগর বিমানবন্দর চালু, জেলার পর্যটন খাতসহ নানা বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সকল সমস্যা সমাধানে তাঁর পক্ষ থেকে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়ে বলেন, গণমাধ্যমকর্মীসহ সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরোও বলেন, আপনারা শুধু আমাদের প্রশংসা করবেন এটা আমি প্রত্যাশা করিনা। আমাদের কাজের ভুলত্রুটিগুলোও আপনাদের লিখনীতে তুলে ধরবেন। যেসব কর্মকর্তা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন না সেটাও দূর্নীতির পর্যায়ে পড়ে। আমরা যদি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবেই কাজ করতে হবে।