মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

ধলাই ডেস্ক: মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ সেপ্টম্বর) সকালে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সভায় জেলা প্রশাসক মোঃ ঈসরাইল হোসেন বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপ গুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ ও আনসার কাজ করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সভায় বক্তব্য দেন লেঃ কর্নেল তাওমিদ আহমেদ, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. প্রণয় কান্তি দাস, এন এস আই ডি. ডি মোঃ কবির হোসেন, মেজর মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মেঃ মোহসিন, জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জামায়াতের আমীর মোঃ শাহেদ আলী, জেলা বিএনপির সসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভিপি মিজান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাাদক মহিম দে প্রমুখ।

সভায় মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলার পূজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।