মৌলভীবাজারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৯

ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের বুদ্ধ পূর্ণিমা উদযাপন হচ্ছে। এ উপলক্ষে বাড়ি বাড়ি চলছে প্রার্থনাসহ নানা কর্মসূচি।

বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার শাখার সভানেত্রী ইপা বড়ুয়া বলেন, আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। মহামানব গৌতম বৌদ্ধের জন্ম, বৌদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন।

এই দিনে শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বৌদ্ধের বন্দনা করা হয়। মৌলভীবাজার জেলায় বৌদ্ধদের উপাসনালয় না থাকায় বাড়িতে বাড়িতে প্রার্থনা করি। সরকার একটু নজর দিলে বৌদ্ধ পরিবারসহ শতাধিক বৌদ্ধধর্মালম্বীরা উপকার পেতেন।

প্রকৌশলী সরন কান্তি বড়ুয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার কারণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। বাংলাদেশসহ সারা বিশ্ব জঙ্গিবাদমুক্ত হতে প্রার্থনা করা হয়েছে।

মৌলভীবাজারের এসপি মোহাম্মদ শাহজালাল বলেন, বিছিন্নভাবে উৎসব পালন করা হলেও পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা দেয়া হচ্ছে।