মৌলভীবাজারে শীতকালে করোনা সংক্রমণ রোধে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: মৌলভীবাজারে আসন্ন শীতকালে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার ও সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত সকলে সচেতনতা জোরদার করার উপর মতামত ব্যক্ত করেন। এসময় সভার সভাপতি করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে জেলা প্রশাসকের অনুকূলে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জন্য বরাদ্দকৃত ২ টি হাই ফ্লো নজেল ক্যানুলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়।

সূত্র: সিলেট ভয়েজ…