যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা!

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৯

ডেস্ক রিপোর্ট: ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় (ডিএমপি) কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদ এলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা লক্ষ্য করা যায়। বিআরটিএ কর্তৃক প্রদত্ত চার্টের অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ঈদ যাত্রীদের বাসে উঠাতে ব্যাগ টানাটানি করে কোনো রকম হয়রানি করা যাবে না। পাশাপাশি টার্মিনালে গাড়িতে যাত্রী উঠানোর পর যে নির্ধারিত হলুদ দাগ দেয়া আছে। ওই দাগ অতিক্রম করলে গাড়ি আর দাঁড়িয়ে থাকতে পারবে না।

ডিএমপি কমিশনার বলেন, টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে বাস মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয়ে গঠিত কমিটি ড্রাইভারের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস চেক করে গাড়ি রাস্তায় নামতে দেবেন। কোনো অবস্থায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস ব্যতীত গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না।

চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, গাড়ির চালকরা সুযোগ পেলে বেপরোয়া গতিতে গাড়ি চালান, অনেক সময় মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালান। এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক আমাদের বড় সমস্যা। আপনারা মাদক সেবন করবেন না। মাদক আপনার সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করছে।

এ সময় পরিবহন মালিক পক্ষের উদ্দেশ্যে কমিশনার বলেন, কোনো মাদকাসক্তকে গাড়িতে চাকরি দেবেন না। ড্রাইভার না থাকলে হেলপারকে গাড়ি চালাতে দেবেন না। ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে সচেতন করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, আবদুল বাতেন বাবু সভাপতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, মো. আবুল কালাম সভাপতি সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি, জাহাঙ্গীর হোসেন সেক্রেটারী সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতিসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।