যৌথবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৫

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪
সংগৃহীত

ধলাই ডেস্ক: যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ভোলায় ।

বুধবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি ওই এলাকায়।

এ সময় জব্দ করা হয়েছে সাড়ে ২৮ কেজি গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এ ছাড়া রয়েছে ১৭ ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল, নগদ ৩২ হাজার ৮০ টাকা।

ভোলা নৌ কন্টিনজেন্টের লে. মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথবাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অভিযান চালায়। সেখানকার পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালায়। রাতেই আটককৃতদের এবং জব্দ করা মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।