রাজনগরে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের মধ্যে মানবিক সহযোগিতায় লন্ডন প্রবাসি নারীর ত্রাণ বিতরণ।

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
ছবি ধলাইর ডাক
রাজনগর সংবাদদাতা: রাজনগর উপজেলায় কামারচাক ইউনিয়নে লন্ডল প্রবাসী রাজিয়া সুলতানা ও মরহুমা রাবেয়া বেগম ফাউন্ডেশন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের বাসায় নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রি পৌছিয়ে দেন।
সোমবার ৬ এপ্রিল কামারচাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১০০ জন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারকে মানবিক সহযোগিতা করেন।
এসময় মাওলানা সাখাওয়াত হোসেন সোহেল প্রতিবেদক কে জানান, বর্তমান অবস্থা দেখে মানবিক বিবেক নাড়া দেয়, করোনা ভাইরাসের আক্রমনে গ্রামের মানুষ অসহায়ত্ব অনুভব করছেন। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছেন তার নিজ এলাকার কয়েকশত মানুষ। মরহুমা রাবেয়া বেগম ফাউন্ডেশন এবং লন্ডন প্রবাসী সুলতানা রাজিয়া তার (বোন) পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম করেছেন।
প্রতিটা পকেটের মধ্যে ১লিটার তেল, ১কেজি ময়দা, ১কেজি পিয়াজ, ১কেজি চানা, ১কেজি ডাউল, ১কেজি আলু, ১পকেট সেমাই, ১টা সাবান দিয়েছেন।
এসময়ে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রনি, সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, আমিন আল হাসান, সভাপতি ইসলামী ছাত্রসেনা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। মঈনুদ্দিন সিদ্দিক, সভাপতি ইসলামি ছাত্রসেনা রাজনগর উপজেলা। আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলামি ছাত্রসেনা রাজনগর উপজেলা।