
ফাইল ছবি
ধলাই ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খরচাকা সীমান্ত থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
তারা হলেন- সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল (২৭), মৃত কালুর ছেলে কাবিল (২৫), মৃত রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)। তাদের সবার বাড়ি জেলার পবা উপজেলার গহমাবোনায়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত এলাকা থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। তাদের ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে পতাকা বৈঠক হতে পারে।