ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জয়নাল বাঁশখালী উপজেলা দক্ষিণ জলদী গ্রামের আবদুল মোনাফের ছেলে।
বুধবার দুপুরে চট্টগ্রামের একটি আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।
তিনি জানান, ইসি কর্মচারী জয়নালসহ তিনজনের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে জয়নালের তিনদিন ও তার সহযোগী বিজয় দাস এবং বোন সুমাইয়ার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান।
প্রসঙ্গত, সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদীন, বিজয় দাস ও তার বোন সীমা দাসকে গেফতার করা হয়।
সূত্র: জাগো নিউজ…