লকডাউনের মধ্যেই পশ্চিমবঙ্গে পুলিশ-জনতার সংঘর্ষ

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে চলমান লকডাউনের মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনগণের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামাজিক দূরত্ব মানাকে কেন্দ্র করে বুধবার হাওড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় না রেখে হাওড়ার টিকিয়াপাড়া এলাকার একটি মার্কেট লোকজন ভিড় করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের শুরু হয়।

একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে সরে যায় পুলিশ। পরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের দুইটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

হাওড়া ভারতের করোনার অন্যতম একটি হটস্পট হিসেবে পরিচিত। সেখানে প্রায় ৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এই সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে।