লেবাননে জ্বালানিবাহী ট্যাংকে বিস্ফোরণ, নিহত ২২

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানিবাহী একটি ট্যাংকে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৭৯ জন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে লেবানন রেডক্রস।

রেডক্রস জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অনেকেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালগুলোয় ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ২০০ মানুষ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিস্ফোরণের পর ঘটনাস্থলের একটি ছবি টুইটারে প্রকাশ করেছে রেডক্রস। ছবিতে দেখা যায়, দুর্ঘটনার ফলে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেটির আশপাশে কয়েকজনকে দেখা যায়। ঘটনাস্থলে রেডক্রসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আগে থেকেই তীব্র জ্বালানি সংকটে ভুগছে লেবানন। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এতে সংকটের মুখে পড়েছে দেশটির হাসপাতালগুলোও। জ্বালানির অভাবে সেগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আক্কারের জ্বালানিবাহী ট্যাংকে বিস্ফোরণকে গত বছরের বৈরুত বিস্ফোরণের সঙ্গে মিলিয়েছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ আল–হারিরি।

টুইটারে তিনি বলেছেন, “আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়।”

এসব ঘটনার জন্য বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।

হারিরি দেশটির নেতৃস্থানীয় সুন্নি মুসলিম রাজনীতিক। লেবাননের উত্তরাঞ্চলে সুন্নি মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের এ নেতা প্রকাশ্যে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের বিরোধিতা করে আসছেন।

আউনের প্রতিষ্ঠিত পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।