শিবগঞ্জ সীমান্তে অস্ত্র, গুলি ও মদ উদ্ধার

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

ধলাই ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ৫৩ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা কুকরিপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার ১০/২ এলাকায় দুজন একটি বস্তা ফেলে ভারতের অংশে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ পাওয়া যায়।

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতা রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।