শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিরাহিমপুর এলাকায় পার্শবর্তী খেলার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ৫ম শ্রেনীতে পড়ুয়া শামসুল হুদা নাদিমকে কুমিল্লা স্টেশনে পাওয়া গেছে। শিশুটির উদ্ধারের বিষয়টি জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।
এর আগে শুক্রবার বিকেল থেকে কোথাও খুঁজে না পেয়ে শনিবার সকালে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির পিতা। শামসুল হুদা নাদিম শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষার্থী (প্রাথমিক শাখায় ছেলেরাও পড়ে)
শিশুটির পিতা ফরিদ মিয়া বলেন, শুক্রবার বিকেলে নাদিম পার্শ্ববর্তী মাঠে খেলতে যায়। আসরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক শনিবার বিকেলে প্রথম বলেন, শিশুটিকে কুমিল্লা রেল স্টেশনে কান্না কাটি করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসা করলে শিশুটি তার মায়ের নাম্বার বলে। পরে শিশুটির পরিবারের লোকেরা যোগাযোগ করে। শিশুটি বর্তমানে তার নিকট আত্বীয়দের কাছে আছে।
শ্রীমঙ্গল থেকে শিশুর পরিবারের লোকেরা তাকে আনতে গেছে। পুরো ঘটনা এখনো জানা যায় নি। শিশুটিকে নিয়ে এলে পুরো ঘটনা জানা যাবে।