খেরা ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে ঢাকায় আলো ছড়িয়েছেন আরাফাত সানি। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে খেই হারিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ব্যর্থদের ভিড়ে চট্টগ্রামের হয়ে লড়াই করেছেন তাসামুল হক।
১৪৭ রানে তিন উইকেট হারানো চট্টগ্রাম দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায়। শহিদুল ইসলামের বলে আউট হয়ে যান পিনাক ঘোষ। এরপরের গল্পটা দুদলের দুইজনের। বল হাতে মায়াজাল বিস্তার করেন আরাফাত সানি। এদিকে মাহিদুল ও মাসুমের সঙ্গে পঞ্চাশোর্ধ দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন তাসামুল হক।
ষষ্ঠ উইকেট হিসেবে মাসুমের আউট হওয়ার পর ভেঙ্গে পরে চট্টগ্রামের ইনিংস। মাত্র ১৫ রানে শেষ পাঁচ উইকেট হারানো চট্টগ্রাম অল আউট হয় ২৯০ রানে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন তাসামুল। ঢাকা মেট্রোর হয়ে আরাফাত সানি শিকার করেন ৬ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে দুই উইকেট হারায় ঢাকা মেট্রো। ৬ রানে সাদমান আউট হওয়ার একটু পরেই আট রানে রান আউট হন রাকিন আহমেদ। শামসুর রহমান ও মার্শাল আইয়ুবের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোন উইকেট হারায়নি ঢাকা মেট্রো। দিন শেষ করে ৬৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম:২৯০
তাসামুল ৯০, সাদিকুর ৫১
সানি ৮৭/৬, রিয়াদ ৫৫/৩
ঢাকা মেট্রো: ৬৬/২
শামসুর ২৬*, মার্শাল ২১*
নোমান ২৩/১