আন্তর্জাতিক ডেস্ক: ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। সময়টা ১৯৮৫। আজ থেকে ৩৫ বছর আগে খুন হন ফ্লোরিডার পেনসাকোলার বাসিন্দা টনিয়া ম্যাককিনলে। বুধবার ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ড্যানিয়েল ওয়েলস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারি পরোয়ানার বরাত দিয়ে দ্য পেনসাকোলা নিউজ জার্নাল জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া সিগারেটের ডিএনএ’র সঙ্গে খুনী ড্যানিয়েল ওয়েলসের ডিএনএ মিলে যাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।
তবে উন্নত প্রযুক্তিই এই হত্যাকাণ্ডের ইতি টেনে দিয়েছে। ঘটনাস্থল থেকে সিগারেটের টুকরো উদ্ধার করেছিল পুলিশ। পরে সিগারেটের ডিএনএ’র সঙ্গে খুনী ড্যানিয়েলের ডিএনএ’র নমুনা মিলে যায় এবং তাকে গ্রেফতার করা হয়।
টনিয়ার বোন রেনে ম্যাককল এনবিসি নিউজকে বলেছেন, আমি কখনো মনে করিনি যে, এমন ঘটনা (গ্রেফতার) ঘটবে। আমি কখনো ভাবিনি যে, আমার জীবনে ওই খুনীর দেখা পাব।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট