ধলাই ডেস্ক: সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি। এসময় অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি জেলার দেবহাটা উপজেলার বহেরার শওকত আলীর ছেলে।
এতে বলা হয়, রোববার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ৪/৪-এস হতে ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে আলীপুর ঢালিপাড়া এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ কামাল হোসেনকে আটক করা হয়।
আটক কামালকে জব্দ করা মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।