
সংগৃহীত
ধলাই ডেস্ক: সেন্টমার্টিনে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছ উপড়ে পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সেন্টমার্টিনে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছ উপড়ে পড়ে এক নারীসহ দুজনের মৃত্যুর হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের পরিচয় জানা যায়নি।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে গাছচাপা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এখনো চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব।