ঢাকা, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে ভাগ্নের হাতে খালা খুন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

ধলাই ডেস্ক: হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোডে আপন ভাগ্নের ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মর্জিনা ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। শনিবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘাতক রুবেল মিয়া (১৯) একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মর্জিনার ছেলে এমরান মিয়া ও রুবেল দু’জনই নির্মাণশ্রমিক। শনিবার একসঙ্গে কাজে গেলে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে তারা বাড়ি ফিরলে রাতে আগের ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে মর্জিনার পেটে ছুরিকাঘাত করেন রুবেল। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জিয়াউর রহমান মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, ঘাতক রুবেল সম্পর্কে মর্জিনার আপন ভাগ্নে (বোনের ছেলে)। তারা একই এলাকার বাসিন্দা। দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়াও ছিল।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, পারিবারিক বিরোধের জের ধরে মর্জিনাকে খুন করেছেন রুবেল। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

  • এই বিভাগের সর্বশেষ