৪৫ বস্তা চিনিবোঝাই ট্রাকসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৪
সংগৃহীত

ধলাই ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৪৫ বস্তা চিনিবোঝাই ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর ইসলামপুর টোল প্লাজার সামনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় খাগড়াছড়ি পৌরসভার নামীয় বিবিধ টোল আদায়ের রশিদ,হলুদ ও নীল রংয়ের একটি ট্রাকে ৪৫ বস্তা চিনিসহ মোশারফ হোসেন ও মোমিনুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়। চিনিগুলোর বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

মোশাররফ হোসেন রামগড় পৌরসভার মীর হোসেনের ছেলে। মোমিনুল ইসলাম ৩ নম্বর পানছড়ি এলাকার মশিউর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।