৫ দিন পর ঢাকা-নেত্রকোণায় ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

ধলাই ডেস্ক: বন্যার পানির তোড়ে রেলের একটি সেতু ভেঙে যাওয়ার পাঁচদিন পর পুনরায় ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনট্রি আজ (বৃহস্পতিবার) সকালে ছেড়ে যায়। আজ থেকে এ পথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।

এর আগে গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুরে ২৩ নম্বর রেলওয়ের সেতুটি বন্যার পানির তোড়ে ভেঙে যায়।

এর ফলে এ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ভেঙে পড়ায় মোহনগঞ্জে ঢাকাগামী হাওর এক্সপ্রেস এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন আটকে পড়ে। ঘটনার একদিন পর বারহাট্টা স্টেশন থেকে নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশের চলাচল করে ট্রেন।