ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এরই মধ্যে বেশকিছু অনলাইন সংবাদ মাধ্যমের তদন্ত শেষ হয়েছে, আর কিছু অনলাইন আছে, তাদের তদন্তের খুব একটা প্রয়োজন নেই। কারণ, এগুলো প্রতিষ্ঠিত অনলাইন হিসেবে কাজ করছে। সেগুলোর নিবন্ধন খুব সহজেই দেয়া হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক সময় খারাপ খবরগুলো প্রাধান্য পায়। অবশ্যই খারাপ সংবাদগুলো পরিবেশন করতে হবে, সমালোচনাও থাকতে হবে। একই সঙ্গে ভালো সংবাদগুলোও পরিবেশিত হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, সংবাদ মাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সেই দর্পণে দৃষ্টি নিপাত করে সরকারও অনেক সিদ্ধান্ত গ্রহণ করে আবার অনেক সিদ্ধান্ত বদলায়। তাই সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে কোন সংবাদ সমাজে কী প্রভাবে ফেলতে পারে- এটি মাথায় রাখতে হবে।