ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা গুজব ছড়ায় তারা দেশের ভালো চায় না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।
মঙ্গলবার আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ কথা বলেন।
তিনি বলেন, যারা গুজব ছড়ায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
প্রধানমন্ত্রী, সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ারও নির্দেশ দেন।
এছাড়া, দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না- সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।