ধলাই ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-২ ও র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে আসামি মো. এনামুল হক ওরফে মনির ওরফে সাব্বিরকে (৪০) গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৮ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদে মো. এনামুল হক ওরফে মনির ওরফে সাব্বির শ্রমিক হিসেবে কাজ করতো। ভুক্তভোগী শিশুটির বাড়ি নির্মাণাধীন মসজিদের পাশে। মসজিদে কাজের সময় গ্রেফতার এনামুল হক শিশুটিকে আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করতো।
ঘটনার দিন শিশুটিকে পথে একা পেয়ে এনামুল অপহরণ করে গাজীপুরের শ্রীপুর থানার জৈনা বাজার এলাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে ধর্ষণ মামলা করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
এএসপি শিহাব করিম আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পর থেকে এনামুল দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে। এ ঘটনায় র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে এনামুল হককে গ্রেফতার করে।