অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

ধলাই ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-২ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে আসামি মো. এনামুল হক ওরফে মনির ওরফে সাব্বিরকে (৪০) গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

 

ঘটনার দিন শিশুটিকে পথে একা পেয়ে এনামুল অপহরণ করে গাজীপুরের শ্রীপুর থানার জৈনা বাজার এলাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

 

এএসপি শিহাব করিম আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পর থেকে এনামুল দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে। এ ঘটনায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।