অবশেষে ধরা পড়লো গ্রামে ঢুকে পড়া সেই বাঘ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মথুরাখন্ড গ্রামে ঢুকে পড়া সেই বাঘটি অবশেষে খাঁচায় ধরা পড়েছে। বুধবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধরা পড়ে বাঘটি।

জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়া বাঘটি খাঁচাবন্দী করতে পারায় খুশি বন বিভাগের কর্মকর্তারা। স্বস্তি ফিরেছে গ্রামবাসীর মধ্যেও। শারীরিক পরীক্ষার পর বাঘটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

গত সোমবার (১০ জানুয়ারি) রাতে বাঘটি পীরখালির জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে মাথুরাখন্ড গ্রামে ঢুকে পড়ে। পরে হাবুল দাসের গোয়াল ঘরে ঢুকে তিনটি ছাগল ও একটা গরু মেরে ফেলে। পরে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে গা ঢাকা দেয় বাঘটি।

সেই জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। দিনভর বাজি-পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করে এলাকাবাসী। তবে তা সম্ভব হয়নি। এ কারণে খাঁচা পেতে বাঘ ধরার পরিকল্পনা করে দেশটির বন দপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় দুটি খাঁচা পাতা হয়। এছাড়া আতঙ্ক কাটাতে গ্রামের রাস্তায় আলো জ্বালানো হয়। রাতে পাহারারও ব্যবস্থা করা হয়।