ধলাই ডেস্ক: স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান হাসি বেগম। এরপর মন খারাপ করে রেললাইনের ওপর বসে থাকেন তিনি। আর সে দিকেই ছুটে আসছে ট্রেন। কাছাকাছি এলে রেললাইনেই শুয়ে পড়েন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই কয়েক টুকরো হয়ে যান হাসি।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে জামালপুর কোর্ট রেলস্টেশন এলাকায়। নিহত হাসি জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামের মো. উমির উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে হাসির কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এর ঘণ্টাখানেক পরেই ট্রেনে কাটা পড়ে হাসি নিহত হয়েছেন বলে খবর আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোর্ট স্টেশনে রেললাইনের ওপর দীর্ঘক্ষণ বসেছিলেন হাসি। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জে যাচ্ছিল। এ সময় ট্রেনটি কাছাকাছি এলে রেললাইনের ওপর শুয়ে পড়েন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই হাসি নিহত হন।
জামালপুর রেলওয়ে থানার ওসি মোল্লা মোহাম্মদ খবির আহমেদ বলেন, ময়নাতদন্ত বা মামলা হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।