কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়ন টিলাগড় গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকায় নারী-পুরুষ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাহত রাত দেড়টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদরেকে আটক করেছিলেন।
আটক পুরুষ পতনউষার ইউনিয়নের টিলাগড় গ্রামের আরজু খানের ছেলে আব্দুল খান (৪২) ও নারী রাজনগরের করাইয়ার হাওরের বশির মিয়ার মেয়ে শামীমা আক্তার (২২)। শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল খানের বাড়িতে অভিযান চালায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় আব্দুল খান ও করাইয়ার হাওরের শামীমা আক্তারকে আটক করে রাতেই ফাঁড়ির হাজতে নিয়ে আসেন।
উপ-পরিদর্শক আনজির হোসেন জানান, অসামাজিক কাজের আইনে মামলা করে আটকৃকতদের শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।