
ডেস্ক রিপোর্ট: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর মিরপুরের শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য ও চাঁদাবাজ আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদলকে (৩৮) গ্রেফতার করেছে ।
ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে শুক্রবার রাতে র্যাব-৪ এর একটি দল অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করে।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, ডিশ বাদল মিরপুরের কুখ্যাত শাহাদাত বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে যত চাঁদার টাকা উঠানো হয় তার প্রধান সংগ্রাহক। ডিশ বাদল বিভিন্ন ব্যবসায়ীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে থাকা শাহাদাতের কাছে পাঠাতো। পরবর্তীতে শাহাদাত এবং বাচ্চু এসব ব্যবসায়ীদের কাছে ভিওআইপির মাধ্যমে কল দিয়ে চাঁদা দাবি করে। এ অর্থ ডিশ বাদল তার কিছু বিশ্বস্ত লোক দিয়ে তুলে হুন্ডির মাধ্যমে তা শাহাদাতের কাছে পাঠাতো।
ডিশ বাদলের মামা ডিশ শাহিন ওরফে রেজুও মার্ডার মামলার পলাতক আসামি এবং ডিশ শাহিন শাহাদাতের সঙ্গে ভারতে অবস্থান করছে দীর্ঘদিন থেকে। ডিশ বাদলের নামেও খুনসহ কয়েকটি মামলা আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।