ধলাই ডেস্ক: আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় কারো সংশ্লিষ্টতা পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, এক্ষেত্রে এজাহারে নাম আছে কিনা তা দেখা হবে না। সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে মামলার কাজ শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়া হবে।
তিনি বলেন, আজও এজাহারভুক্ত এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।
গ্রেফতারকৃত এক আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি এখনো পাইনি। কপি পেলে সিদ্ধান্ত নেয়া হবে কতটুকু শেয়ার করতে পারবো।
শুধুমাত্র একজনের ১৬৪ ধারায় জবানবন্দি পেলে আর বাকিদের না পাওয়া গেলে তারমধ্যে কতটুকু প্রকাশ করা যাবে তা নিয়ে আইনী বিধিনিষেধ রয়েছে বলেও জানান তিনি।