ধলাই ডেস্ক: মাঘের শীতেও দেশে কয়েক দফা বৃষ্টি হয়েছে। চলতি শীতের মৌসুমে ঝঞ্ঝার কারণে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে ঠাণ্ডা উত্তুরে হাওয়া। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় কালো মেঘে ছেয়েছে আকাশ। সেই ধারাবাহিকতায় আজও রয়েছে বৃষ্টির শঙ্কা।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায়।
জানা গেছে, শক্তিশালী জেট স্ট্রিম এর কারণে ৪-৫ ফেব্রুয়ারি ভারি বৃষ্টিপাত হয়েছে। সেই একই রকম একটি জেট স্ট্রিমের কারণে ২৪-২৫ তারিখও দেশ জুড়ে হতে পারে ভারি বৃষ্টি। এই বৃষ্টিপাত ও শীত মাসজুড়েই থাকবে এবং মার্চের প্রথম সপ্তাহের আগে শীত তেমন কমবে না।
এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, আজ শুক্রবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য কমতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিকে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮।
আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি তুলনামূলকভাবে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল নাগাদ আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্হান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্হান করছে। পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।