ধলাই ডেস্ক: সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ বছর করাসহ চার দাবিতে টানা ১০ দিন গণঅনশন শেষে আমরণ অনশনে বসেছেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেন তারা। প্রথম দিনে পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক রেশমা আক্তার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানানো হয়েছে।
পরিষদের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী বলছিলেন, ‘গত ৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে কাফনের কাপড় পরে গণঅনশন করেছি। অথচ ১০ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া না পাওয়ায় সারা বাংলাদেশের প্রায় ২৮ লাখ শিক্ষিত যুব সমাজ ক্ষুব্ধ হয়ে পড়েছে।’
তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী চার দফা দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু হয়েছে। এতে করে কেন্দ্রীয় সমন্বয়ক রেশমা আক্তার অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস না পাওয়া গেলেও আমাদের বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা আশা করি, দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমাদের দাবি-দাওয়া পূরণ করা হবে’,- যোগ করেন তিনি।