আম্বিয়া কেজি স্কুলের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কেজি স্কুলে বার্ষিক অনুশীলন মুল্যায়নের ফল প্রকাশ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুণ্ঠানে প্রধান অতিথি ছিলেন আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মো: সালাহ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: দুরুদ আহমদ, অভিভাবক সদস্য ইকবাল পারভেজ শাহীন, কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী, শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও অধ্যক্ষ মমতা রাণী সিনহা।

শুরুতেই কোরআন তেলাওয়াত করে ৪র্থ শ্রেণীর শিক্ষাথী হাফসা বিনতে ইমাদ চৌধুরী ও,গীতা পাঠ করে কেজি টু শিক্ষার্থী সৃষ্টি রাণী পাল। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন স্কুলের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে প্রথম বারের মতো প্রত্যেক অভিভাবকদেরকে সম্মাননা হিসাবে উত্তরীয় উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক মেসকাত হোসেন, আজিজুর রহমান, আলমগীর হোসেন, এজাজুর রহমান, জাকির হোসেন বাবুল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যের স্কুলের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগীতার পাশাপাশি প্রত্যেক শিক্ষাথীর অভিভাবক যেন তাদের সন্তানের যত্ন নেন সেই অনুরোধ করে অনলাইনে ফলাফল প্রকাশের উদোগ নেয়ার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আলোচনা শেষে অধ্যক্ষ মমতা রাণী সিনহা বার্ষিক ফলাফল আনুষ্ঠানিক ভাবে শ্রেণী ভিত্তিক ঘোষনা করেন এবং প্রত্যেক শ্রেণী মেধাবী ১০ জন শিক্ষার্থীকে মেডেল,বাকী সবাইকে কলম ও ৭টি শ্রেণীর ৭জন গবির্ত মাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। ২০২৪ সালের বিদায়ী ৫ম শ্রেণীর ৩২জন শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক অভিভাবক উপস্খিত ছিলেন।

উল্লেখ্য যে, আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল নিজস্ব ওয়েব সাইডের মাধ্যমে অনলাইনে ফলাফল প্রকাশ করেছে। দুপুর ২ টায় পর থেকে অনলাইনে অভিভাবকরা রেজালশীর্ট সংগ্রহ করতে পারবেন।