ধলাই ডেস্ক: রাজধানীর ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিয়ান (৮) ও মো. রায়হান (৩) নামে আপন দুই ভাইয়ের মৃত্যুর মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ডেমরা থানা-পুলিশ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মৃত আরিয়ান ও রায়হান ভ্যানচালক মারফত আলীর ছেলে। তাদের মা স্থানীয় তারকাটার একটি কারখানায় কাজ করেন। বড় ছেলে আরিয়ান স্থানীয় মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা ব্যাংক কলোনি এলাকায় থাকেন।