আরো ১২ লাখ টিকা আসছে শুক্রবার

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ভারত সরকারের উপহার হিসেবে দেশে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত আরো ১২ লাখ ডোজ করোনার টিকা।

এসব টিকা শুক্রবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নং-এএল ১২৩০) বেলা দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বুধবার এক চিঠিতে এসব তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিয়ষক মহাপরিচালককে পাঠানো ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মহামারি করোনা নিয়ন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে উপহারস্বরূপ ১২ লাখ ডোজ টিকা পাঠানো হচ্ছে।

টিকাগুলো দ্রুত খালাসের জন্য বিমানবন্দরে রেফ্রিজারেশন ট্রাক, ফর্ক লিফট, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদনসহ অন্যান্য আনুসঙ্গিক বিষয়ে প্রস্তুতি রাখতে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, এসব টিকা তিনটি ব্যাচের এক লাখ ২০ হাজার ভায়াল ১০০টি বাক্সে প্যাকেট করে পাঠানো হচ্ছে।

এর আগে গত জানুয়ারিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছিল ভারত সরকার।