আন্তর্জাতিক ডেস্ক: স্বর্ণের শিলালিপিসহ প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ কিতাব বা ঐশী গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশ থেকে এটি উদ্ধার করা হয়।
প্রাচীন এই নিদর্শনটি গাড়ির পেছনে একটি ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ছিল। ব্যাগ তল্লাশি করে হ্যান্ড গ্লাভস পরে পুলিশ স্বর্ণের পাণ্ডুলিপিটি বের করে নিয়ে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত।
তাওরাত বা তোরাহ হচ্ছে হিব্রু ভাষায় লিখিত ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মমতে, নবী মুসা (আ.)-এর ওপর সৃষ্টিকর্তার তরফ থেকে অবতীর্ণ আসমানি কিতাব এটি।