ধলাই ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় ১২০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহন মাঝির বাড়ির পুকুর পাড় থেকে চালগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, সরকারি চাল রাখার দায়ে গলাচিপা সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. নুরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন গলাচিপা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম। একই ঘটনায় ইউপি সদস্য মো. মোহন মাঝির বিরুদ্ধে প্রচলিত আইনে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি সচিব বাদী হয়ে মামলা করবেন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, গলাচিপা সদর ইউনিয়নের রতনদী এলাকায় (ইটবাড়িয়া) ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহন মাঝির বাড়ির পুকুরের পাড় থেকে ১২০ কেজি (৩ বস্তা) সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মো. মোহন মাঝির বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে প্রচলিত ধারায় মামলা করবেন। আর একই ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. নুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সূত্র: জাগো নিউজ…