ডেস্ক রিপোর্ট: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের আট শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯। ২০১৮ সালের সর্বোচ্চ ফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে এই আটজন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া, কলা অনুষদ থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম, আইন অনুষদ থেকে আইন বিভাগের শিক্ষার্থী লাবণী খাতুন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আলমগীর হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. শাহাবুল আলম, বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এ এস এম ইমরান হোসেন ভূঁইয়া এবং জীববিজ্ঞান অনুষদ থেকে ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোসা. নাজনিন আক্তার।
আগামী ২৫ জুলাই ইবির এই আট শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীকে এ পদক প্রদান করা হবে বলে জানা গেছে।