ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ৬৬৯ বন্দি মুক্তি

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ৬৬৯ বন্দি মুক্তি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন অপরাধে সাজাভোগী ৬৬৯ কারাবন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।

শেখ খলিফা মুক্তিপ্রাপ্ত বন্দীদের আর্থিক বাধ্যবাধকতা নিষ্পত্তিরও প্রতিশ্রুতি দিয়েছেন।

সাজা মাফের প্রচলন অনেক দেশেই আছে। রাষ্ট্রপ্রধানরা মূলত সাজা মওকুফ করেন। তবে বন্দিদের আর্থিক সমস্যা নিষ্পত্তির সুযোগ দিয়ে নতুন জীবন শুরু করা এবং তাদের পরিবারের দুর্দশা লাঘবের এমন উদ্যোগ শেখ খলিফার মহত্ত্বেরই প্রকাশ বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

প্রতি বছর ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি এবং আর্থিক সাজাও ক্ষমা করে থাকেন।