খেলা ডেস্ক: ঈদ সামনে রেখে বাফুফের কাছে পাওনার আরো ২৫ লাখ বুঝে পেলেন দেশের ফুটবল রেফারিরা। বাফুফে দ্বিতীয় কিস্তির এই টাকা প্রদান শুরু করেছে। এর আগে ২৪ লাখের কিছু বেশি টাকা পরিশোধ করেছিল বাফুফে।
ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা প্রায় ১০০ রেফারির বাফুফের কাছে পাওনা ছিল কোটি টাকার মতো। করোনাভাইরাসে সব খেলা বন্ধ হওয়ার পর এই রেফারিরা বিপাকে পড়ে পাওনা দাবি করে আসছিলেন। বাফুফে দুই কিস্তিতে রেফারিদের পাওনার ৬০ ভাগ পরিশোধ করে দিল।
রেফারিদের বাইরে বাফুফের বিভিন্ন পর্যায়ের বেতনভুক্ত মাঠকর্মী, স্টেডিয়াম ও বাফুফে ভবনের গেটম্যানসহ যারা কাজ করে থাকেন তাদের পাওনাও ঈদের পূর্বে পরিশোধ করা হবে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।