ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল আজহার নামাজের সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কারো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে সেখানে ওই হামলার ঘটনা ঘটে। দেশেটির গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রকেট হামলার সময়ও প্রেসিডেন্ট আশরাফ গনিকে ঈদের নামাজ পড়তে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে। নামাজ শেষ করে দেশটির জনগণকে ঈদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট আশরাফ গনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান,  আফগানিস্তানের শত্রুরা আজ রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে অন্তত তিনটি রকেট হামলা চালিয়েছে।

আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশেই মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।