একদিনে দেওয়া হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ডোজ টিকা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: সারাদেশে বৃহস্পতিবার ১৬ লাখ ৩২ হাজার ৭৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ শিক্ষার্থী প্রথম ডোজ এবং ২ লাখ ৭ হাজার ১০ জন দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩২০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ১২ হাজার ৪২৩ জনকে।

করোনাভাইরাসের টিকাদানের শুরু থেকে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন।